ময়লা শাড়ির আচল জুড়ে
খেলে নিল সাদারই ভেলা
নতুন জুতোর মাঝে ওরা
হারায় হেলাফেলা
ছোট্ট যাদের মনের কোনা
ছোট্ট যাদের ঘর
ছোট্ট যারা সমাজ জুড়ে
হয়ে যায় অগোচর
Three miles gone today
Many times to go
Many more ushers to be
Forgotten souls of low
আসে যদি কখনো সেদিন
আসে যদি ভোর
সমাজতন্ত্র ছিনিয়ে নেবে
কাটবে তোমার ঘোর
নিল জুতো নাই বা হলো
নাই বা হলো রাম
নাই বা হলো হাথের ছোয়া
নাই বা ডান বাম
নতুন জুতো পরে ওরা
দেখুক ওরা পথ
দেখাক তোমায় স্বপ্ন নতুন
ভবিষ্যতের রথ..
Comments