Skip to main content

Posts

Showing posts with the label Renainsance

Bengali : Ekti Jibon (A Life)

মেঘ তুই আয় না কাছে, নাহয় নাই বা আজ ঝরলি মনে, সকাল থেকে ..বৃষ্টি হয়ে, যেমন হারাস ..চিবুক ছুয়ে, প্রতিদিন... শুনলো না কেউ আজো ..ধুসর স্মৃতি ..বৃষ্টি নিয়ে, ক্লান্ত বুকে আধার হানে, পথ হারানো বাশির সুরে, চার দেয়ালে বন্দী ঘরে, মরেই বাঁচা ..সঙ্গীহীন ..একলা দিন... বিধির ইচ্ছা ছিল ..ভিন্ন লেখা, স্রোতে ভেসেই বাঁচতে শেখা, হঠাত এক দমকা হাওয়ায়, জড়িয়ে ধরে সময়টাকে, আষ্টে পৃষ্ঠে নিজের করে, বিশাল বিশাল ধেউ-এর ত্বোরে ...ভাসিয়ে দিল, দৃঢ় কন্ঠ ভেসে আসে ...দূর থেকে, "বদলে নিন ...বদলে দিন".... এখন জমাট রাত্রি ...একলা ঘরে, নিথর বিশ্ব ...ধুম জ্বরে, তবু সঙ্গে আছে অনেক কন্ঠ .."স্বপ্ন দেখুন স্বপ্ন দেখান", পেরিয়ে গেছে বছর খানেক... ক্লান্তিহীন ...ভ্রান্তিহীন, আজ লিখছে মন দিনের শেষে, "ভুলিনি তোমায় ..সাথেই আছি, কি করে বোঝাই ..আজ তোমার জন্যই এই বিশাল পৃথিবী, সঙ্গে চলে ...আমার এক কথায়, ...প্রতিদিন ..ধৈর্যহীন .."