আবোল তাবোল বলে পাগল,
কখনো বা তার কিছু ভাবতে ভালো লাগে,
কখনও বা তার অসীম জগত কখনো বা অস্থির মন,
তার ভালোকে বাসতে ভালো লাগে ।
কখনো সখনও গদ্য লেখে কখনো বা পদ্য,
একলা রাতে তার বড্ড একা লাগে,
তবু সে পাগলামিটা করেই জাবে,
পাগল হওয়ার কারণটা থার বড্ড ভাল লাগে ।
নিল আকাশের কতো লেখা,
নাই বা হলো গল্প,
হতেই পারে কোনো অজানার,
হিসেব হবে অল্প ।
বিরক্ত এক দিনের শুরু,
নাই বা হলো শেষ,
অথবা পথের শেষের ক্লান্তিরা সব,
হারাক অক্লেশ ।
তবু তার অচিন পাখি,
রোদ্দুরটা মাখামাখি,
দুটি পাতায় গোটা বিশ্ব,
তার আকতে ভাল লাগে ।
কখনো বা তার কিছু ভাবতে ভালো লাগে,
কখনও বা তার অসীম জগত কখনো বা অস্থির মন,
তার ভালোকে বাসতে ভালো লাগে ।
কখনো সখনও গদ্য লেখে কখনো বা পদ্য,
একলা রাতে তার বড্ড একা লাগে,
তবু সে পাগলামিটা করেই জাবে,
পাগল হওয়ার কারণটা থার বড্ড ভাল লাগে ।
নিল আকাশের কতো লেখা,
নাই বা হলো গল্প,
হতেই পারে কোনো অজানার,
হিসেব হবে অল্প ।
বিরক্ত এক দিনের শুরু,
নাই বা হলো শেষ,
অথবা পথের শেষের ক্লান্তিরা সব,
হারাক অক্লেশ ।
তবু তার অচিন পাখি,
রোদ্দুরটা মাখামাখি,
দুটি পাতায় গোটা বিশ্ব,
তার আকতে ভাল লাগে ।
Comments