Skip to main content

Posts

Showing posts from 2020

A calamity in paradise

ময়লা  শাড়ির  আচল জুড়ে খেলে নিল সাদারই ভেলা নতুন জুতোর মাঝে ওরা হারায় হেলাফেলা ছোট্ট যাদের মনের কোনা ছোট্ট  যাদের   ঘর ছোট্ট   যারা  সমাজ জুড়ে হয়ে  যায়  অগোচর Three miles gone today Many times to go Many more ushers to be Forgotten souls of low আসে যদি কখনো সেদিন আসে যদি  ভোর সমাজতন্ত্র  ছিনিয়ে নে বে কাটবে তোমার ঘোর নিল   জুতো  নাই বা হলো নাই বা হলো রাম  নাই বা হলো হাথের ছোয়া নাই বা ডান বাম নতুন জুতো পরে ওরা দেখুক ওরা পথ দেখাক তোমায় স্বপ্ন নতুন ভবিষ্যতের রথ.. 

আবোল তাবোল

আবোল তাবোল বলে পাগল, কখনো বা তার কিছু ভাবতে ভালো লাগে, কখনও বা তার অসীম জগত কখনো বা অস্থির মন, তার ভালোকে বাসতে ভালো লাগে । কখনো সখনও গদ্য লেখে কখনো বা পদ্য, একলা রাতে তার বড্ড একা লাগে, তবু সে পাগলামিটা করেই জাবে, পাগল হওয়ার কারণটা থার বড্ড ভাল লাগে । নিল আকাশের কতো লেখা, নাই বা হলো গল্প, হতেই পারে কোনো অজানার, হিসেব হবে অল্প । বিরক্ত এক দিনের শুরু, নাই বা হলো শেষ, অথবা পথের শেষের ক্লান্তিরা সব, হারাক অক্লেশ । তবু তার অচিন পাখি, রোদ্দুরটা মাখামাখি, দুটি পাতায় গোটা বিশ্ব, তার আকতে ভাল লাগে ।