বিশাল আকার মনের দেশে,
জীবন রেখার প্রান্ত শেষে,
হয়ত আবার নাইবা হলো,
হিসেব বনিবনা ...
তবুও জানি আমি সাচ্চা,
যেমন আছি বহুত আচ্ছা,
"নাকি এমনি হয়" - এমন ভুল বোঝালে,
আমি মানছি না, মানবো না ..
আমি মানছি না, মানবো না ..
চাদের দেশ্হে বর্গী এলো,
আমার নোটে কে মুরল,
দিনের শেষে ঘুমের দেশে,
জ্ঞান দিওনা ...আমি শুনছিনা শুনবনা ..
হয়ত তোমার অনেক গতি,
তার তুলনায় আমি স্বল্প অতি,
তবু হৃদয় পরিমাপের ভাষায়,
আমার নাগাল -তুমি পাওনি কখনো ...পাচ্ছ না ...পাবেওনা ...
Comments