হঠাত একটা গিটার বাজে রোদ্দুর মেখে,
হারিয়ে যাওয়া সুর দিয়ে যায়,
উদাম হাওয়া ভাসে এ মন জুড়ে,
ক্লান্তি মাখা কিছু রং দিয়ে যায় ..
হঠাত মেঘলা বিকেল এলো চুলে,
তুমি হাথ বাড়াও আমায় ছুতে,
সেই ভালো লাগা কিছু সময়,
একা তোমায়, ভালোবেসে যায় ...
স্বপ্ন যখন ক্লান্তিহীনা,
বিধির সান্ধ্যখ্যনে,
কিছু হারিয়ে যাওয়া দুপুরবেলা,
মনে পরে যায় ...
Comments