Kotota pothh cholley manush,
Manush hoye othhey,
Koto rojoni kaatle pore,
Cactus-ey phhul phhotey....
Koto dukhyo peley pore,
Ashey dukhir ghhorre sukh,
Koto manush swojon hariye,
Kobitay badhhey bukk.....
Koto uttyor jani tobu,
Bollei bujhi badhha,
Kota proshhno korle pore,
Shabhabhik hoy dhadha.......
Janar shhima nei bondhu,
Tai janar chesta cholbe,
Proshno koro jibontake,
Ekdin utyorta seo bolbe.....
আবোল তাবোল বলে পাগল, কখনো বা তার কিছু ভাবতে ভালো লাগে, কখনও বা তার অসীম জগত কখনো বা অস্থির মন, তার ভালোকে বাসতে ভালো লাগে । কখনো সখনও গদ্য লেখে কখনো বা পদ্য, একলা রাতে তার বড্ড একা লাগে, তবু সে পাগলামিটা করেই জাবে, পাগল হওয়ার কারণটা থার বড্ড ভাল লাগে । নিল আকাশের কতো লেখা, নাই বা হলো গল্প, হতেই পারে কোনো অজানার, হিসেব হবে অল্প । বিরক্ত এক দিনের শুরু, নাই বা হলো শেষ, অথবা পথের শেষের ক্লান্তিরা সব, হারাক অক্লেশ । তবু তার অচিন পাখি, রোদ্দুরটা মাখামাখি, দুটি পাতায় গোটা বিশ্ব, তার আকতে ভাল লাগে ।
Comments