Skip to main content

Bengali : Boshonto Bilap [ Spring Stories ]

Aji esheche boshonto
Ei jiboney saghane abarey,

Tar chola Phera
Bilokhyon bichokhyon amar darey darey,

Sundor ek chobi ekechchey sey
Tar nipun hather chowatey,

Bhalobeshe phelechchi hothat tomake
Rojkar ek obhyasher neshar mayatey


Spring [ Boshonto ] has always been a enchanting and experssive time for people who loves to think . Thinking leads to love [ Valobasha ] . May be this love is targeted to nature , to mankind , to a group , to a friend or someone special . Its a story about someone geting into love within the general course of the rough and rugged course of life . The moral is " Life and Love are indeed beautiful " ...

Comments

Popular posts from this blog

আবোল তাবোল

আবোল তাবোল বলে পাগল, কখনো বা তার কিছু ভাবতে ভালো লাগে, কখনও বা তার অসীম জগত কখনো বা অস্থির মন, তার ভালোকে বাসতে ভালো লাগে । কখনো সখনও গদ্য লেখে কখনো বা পদ্য, একলা রাতে তার বড্ড একা লাগে, তবু সে পাগলামিটা করেই জাবে, পাগল হওয়ার কারণটা থার বড্ড ভাল লাগে । নিল আকাশের কতো লেখা, নাই বা হলো গল্প, হতেই পারে কোনো অজানার, হিসেব হবে অল্প । বিরক্ত এক দিনের শুরু, নাই বা হলো শেষ, অথবা পথের শেষের ক্লান্তিরা সব, হারাক অক্লেশ । তবু তার অচিন পাখি, রোদ্দুরটা মাখামাখি, দুটি পাতায় গোটা বিশ্ব, তার আকতে ভাল লাগে ।

Hindi : Zindegi - A Tribute to Life

Meri muskan aj fir un logo ke naam.. ...Jo har pal bas zinda rehte hai.. Jinhe sukh ki na ho koi asha .. ...Dukh ki shikanjo me khoye har pal bas zinda rehte hai.. Khushi ki har lamha jinhone zindegi ke daman me chhupaye .. ...Pal ke parindo ki saath har pal jo bas zinda rehte hai.. Ziddi hai asman kabhi dil ne use chhuna chaha .. ...Neela sagar mai kabhi bhatakti yeh ankhe kho gaya .. ...Phir bhi zindegi ki khatir zindegi ko lapete jo bas zinda rehte hai .. Na sun paya koi yeh ankahee fariaad .. ..Na samjhha koi yeh dil ki daastan .. ..Zindegi ne unhe har morr par chhora .. ...Phir bhi itni dard lekar zinda rehne ki umheed mai kyu yeh log bas zinda rehte hai..

Bengali : Ekti Jibon (A Life)

মেঘ তুই আয় না কাছে, নাহয় নাই বা আজ ঝরলি মনে, সকাল থেকে ..বৃষ্টি হয়ে, যেমন হারাস ..চিবুক ছুয়ে, প্রতিদিন... শুনলো না কেউ আজো ..ধুসর স্মৃতি ..বৃষ্টি নিয়ে, ক্লান্ত বুকে আধার হানে, পথ হারানো বাশির সুরে, চার দেয়ালে বন্দী ঘরে, মরেই বাঁচা ..সঙ্গীহীন ..একলা দিন... বিধির ইচ্ছা ছিল ..ভিন্ন লেখা, স্রোতে ভেসেই বাঁচতে শেখা, হঠাত এক দমকা হাওয়ায়, জড়িয়ে ধরে সময়টাকে, আষ্টে পৃষ্ঠে নিজের করে, বিশাল বিশাল ধেউ-এর ত্বোরে ...ভাসিয়ে দিল, দৃঢ় কন্ঠ ভেসে আসে ...দূর থেকে, "বদলে নিন ...বদলে দিন".... এখন জমাট রাত্রি ...একলা ঘরে, নিথর বিশ্ব ...ধুম জ্বরে, তবু সঙ্গে আছে অনেক কন্ঠ .."স্বপ্ন দেখুন স্বপ্ন দেখান", পেরিয়ে গেছে বছর খানেক... ক্লান্তিহীন ...ভ্রান্তিহীন, আজ লিখছে মন দিনের শেষে, "ভুলিনি তোমায় ..সাথেই আছি, কি করে বোঝাই ..আজ তোমার জন্যই এই বিশাল পৃথিবী, সঙ্গে চলে ...আমার এক কথায়, ...প্রতিদিন ..ধৈর্যহীন .."