Skip to main content

Posts

Showing posts from March, 2020

আবোল তাবোল

আবোল তাবোল বলে পাগল, কখনো বা তার কিছু ভাবতে ভালো লাগে, কখনও বা তার অসীম জগত কখনো বা অস্থির মন, তার ভালোকে বাসতে ভালো লাগে । কখনো সখনও গদ্য লেখে কখনো বা পদ্য, একলা রাতে তার বড্ড একা লাগে, তবু সে পাগলামিটা করেই জাবে, পাগল হওয়ার কারণটা থার বড্ড ভাল লাগে । নিল আকাশের কতো লেখা, নাই বা হলো গল্প, হতেই পারে কোনো অজানার, হিসেব হবে অল্প । বিরক্ত এক দিনের শুরু, নাই বা হলো শেষ, অথবা পথের শেষের ক্লান্তিরা সব, হারাক অক্লেশ । তবু তার অচিন পাখি, রোদ্দুরটা মাখামাখি, দুটি পাতায় গোটা বিশ্ব, তার আকতে ভাল লাগে ।