বিশাল আকার মনের দেশে, জীবন রেখার প্রান্ত শেষে, হয়ত আবার নাইবা হলো, হিসেব বনিবনা ... তবুও জানি আমি সাচ্চা, যেমন আছি বহুত আচ্ছা, "নাকি এমনি হয়" - এমন ভুল বোঝালে, আমি মানছি না, মানবো না .. চাদের দেশ্হে বর্গী এলো, আমার নোটে কে মুরল, দিনের শেষে ঘুমের দেশে, জ্ঞান দিওনা ...আমি শুনছিনা শুনবনা .. হয়ত তোমার অনেক গতি, তার তুলনায় আমি স্বল্প অতি, তবু হৃদয় পরিমাপের ভাষায়, আমার নাগাল -তুমি পাওনি কখনো ...পাচ্ছ না ...পাবেওনা ...
"A great man is not conquered from without until he has destroyed himself from within." ..What I have is original and what I give is truth. There is always a dawn for a darkness. Life is the most beautiful thing I have ever known. There is no religion, no boundaries, no barrier until we create them. I want you to be strong whenever its dark. Its our world. I share with you here my culture, my knowledge and my thoughts. Welcome to my world.