Skip to main content

Posts

Showing posts from 2011

Hindi : Zindegi - A Tribute to Life

Meri muskan aj fir un logo ke naam.. ...Jo har pal bas zinda rehte hai.. Jinhe sukh ki na ho koi asha .. ...Dukh ki shikanjo me khoye har pal bas zinda rehte hai.. Khushi ki har lamha jinhone zindegi ke daman me chhupaye .. ...Pal ke parindo ki saath har pal jo bas zinda rehte hai.. Ziddi hai asman kabhi dil ne use chhuna chaha .. ...Neela sagar mai kabhi bhatakti yeh ankhe kho gaya .. ...Phir bhi zindegi ki khatir zindegi ko lapete jo bas zinda rehte hai .. Na sun paya koi yeh ankahee fariaad .. ..Na samjhha koi yeh dil ki daastan .. ..Zindegi ne unhe har morr par chhora .. ...Phir bhi itni dard lekar zinda rehne ki umheed mai kyu yeh log bas zinda rehte hai..

Bengali : Ekti Jibon (A Life)

মেঘ তুই আয় না কাছে, নাহয় নাই বা আজ ঝরলি মনে, সকাল থেকে ..বৃষ্টি হয়ে, যেমন হারাস ..চিবুক ছুয়ে, প্রতিদিন... শুনলো না কেউ আজো ..ধুসর স্মৃতি ..বৃষ্টি নিয়ে, ক্লান্ত বুকে আধার হানে, পথ হারানো বাশির সুরে, চার দেয়ালে বন্দী ঘরে, মরেই বাঁচা ..সঙ্গীহীন ..একলা দিন... বিধির ইচ্ছা ছিল ..ভিন্ন লেখা, স্রোতে ভেসেই বাঁচতে শেখা, হঠাত এক দমকা হাওয়ায়, জড়িয়ে ধরে সময়টাকে, আষ্টে পৃষ্ঠে নিজের করে, বিশাল বিশাল ধেউ-এর ত্বোরে ...ভাসিয়ে দিল, দৃঢ় কন্ঠ ভেসে আসে ...দূর থেকে, "বদলে নিন ...বদলে দিন".... এখন জমাট রাত্রি ...একলা ঘরে, নিথর বিশ্ব ...ধুম জ্বরে, তবু সঙ্গে আছে অনেক কন্ঠ .."স্বপ্ন দেখুন স্বপ্ন দেখান", পেরিয়ে গেছে বছর খানেক... ক্লান্তিহীন ...ভ্রান্তিহীন, আজ লিখছে মন দিনের শেষে, "ভুলিনি তোমায় ..সাথেই আছি, কি করে বোঝাই ..আজ তোমার জন্যই এই বিশাল পৃথিবী, সঙ্গে চলে ...আমার এক কথায়, ...প্রতিদিন ..ধৈর্যহীন .."

Bengali : Koyek Tukro (Some bits)

সত্যিটাকে মিথ্যে বোঝাই ..মিথ্যে নাই বা জানলে, গরুর গাড়ি আকাশ চরে ..নাহয় ..আজ আমার কথাই মানলে.   দুপুরবেলার হঠাত খেয়াল ..হঠাত লেখা ছড়া, হথাটি হওয়া মুহুর্তেরা ..হঠাত মনে করা.   ক্লান্ত শরীর স্বপ্ন খোজে ..লাগে কিসের নেস, ঘুম পেরলেই আবার সকাল ..মন বলে ... বেশ বেশ বেশ.   কয়েক টুকরো জীবন জুড়ে ..আজ লেখার খাতা, লাগলে ভালো খুব ভালো ..নাহলে উল্টে নিও পাতা.

Bengali : Hoyto Kokhono (Sometime someday)

হয়ত কখনো আসবে আলো, কালো ভোমরার দেশে, হারাবো আবার তেপান্তরে, হয়ত কখনো ...অক্লেদে অক্লেশে, বছর কুড়ি পরে ..হয়ত কখনো, হঠাত তোমায় ..আড়াল থেকে দেখা, লিখবে কলম উপন্যাস, "তোমায় নিয়ে লেখা!!" ..হয়ত কখনো.

Bengali: Amra bachbo (We Live)

মনের কোনায় শব্দ একে, আবির ধুলোয় জীবন মেখে, চোখের জলে নৌকা টেনে, হারিয়ে যাবার পালা... আবার হাসবো বুকে আশা, ঈশান কোনে স্বপ্ন ঠাসা, ভাবলে বুঝবে ..মৃত্যুকেও বাচতে শেখায়, আমার ছন্দ মালা...

I live

Why do you come? ..Every now and then, Why do you want to take me alone into mist, I laugh and smile and try to dream along ..& then uninvited, I am alone again. Yet once again.. A part of me wanted to cry in dark, If tears could share some pain with my soul, There was lot more to uncover, Lot more to say and share, Lot more of me. But ...Since I live, I live to be myself tomorrow.

Dreamer

You many see a setting sun, But I dream of the rising stars above my sky, I see the blue ocean above my head, .. where my twinkling dots of hope lie ...   .. You may call me a dreamer today, But surely ...I know ...Some day I will fly

Bengali: Dol (Holi - Festival of colours)

বিকশিত দাত কপাটি, রং -এতে হুতোপাটি, দে ধুয়ে দে কান্নাকাটি, এর নাম -ই দোল .. হোথা কোথা থাকিস তোরা, ভালবাসা আজ আনকোরা, মন জুড়ে আজ শুধু রংবেরং, আজ শুধু -ই দোল ..

Bengali : Amar Monn -r Bhashha (Words from my heart)

বিশাল আকার মনের দেশে, জীবন রেখার প্রান্ত শেষে, হয়ত আবার নাইবা হলো, হিসেব বনিবনা ... তবুও জানি আমি সাচ্চা, যেমন আছি বহুত আচ্ছা, "নাকি এমনি হয়" - এমন ভুল বোঝালে, আমি মানছি না, মানবো না .. চাদের দেশ্হে বর্গী এলো, আমার নোটে কে মুরল, দিনের শেষে ঘুমের দেশে, জ্ঞান দিওনা ...আমি শুনছিনা শুনবনা .. হয়ত তোমার অনেক গতি, তার তুলনায় আমি স্বল্প অতি, তবু হৃদয় পরিমাপের ভাষায়, আমার নাগাল -তুমি পাওনি কখনো ...পাচ্ছ না ...পাবেওনা ...